কক্সবাজার, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

পাসের হারে এগিয়ে মেয়েরা, পিছিয়ে ছেলেরা

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ হলেও মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ১০ শতাংশ।

রোববার (৩১ মে) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে এ তথ্য জানান।

সব শিক্ষা বোর্ডের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১০ লাখ ২১ হাজার ৪৯০ জন ছাত্র অংশ নেয়। এরমধ্যে পাস করেছে ৮ লাখ ৩৩ হাজার ৮৯২ জন। বিপরীতে ফেল করেছে ১ লাখ ৮৭ হাজার ৫৯৮ জন।

অন্যদিকে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ লাখ ১৮ হাজার ৫৩৮ জন ছাত্রী। এরমধ্যে পাস করেছে ৮ লাখ ৫৬ হাজার ৬৩১ জন। আর ফেল করেছে ১ লাখ ৬১ হাজার ৯০৭ জন।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ।

পাঠকের মতামত: