কক্সবাজার, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১ দশমিক ৫৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৯ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৪৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ২০ দশমিক ৬৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার।

তালিকার তৃতীয় স্থানে থাকা মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

পাঠকের মতামত: