কক্সবাজার, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

নাইক্ষ্যংছড়িতে জনসচেতনতায় সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ টহল ও ত্রাণ বিতরণ

আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি::

করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলাতে টহল দিচ্ছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া অাফরিন কচি ও সেনাবাহিনীর মেজর মোয়াজ্জেম এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল টহলে অংশ নেয়।এতে উপস্হিত ছিলেন থানা’র পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: অানোয়ার হোসেন ।

শনিবার (৪ এপ্রিল) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নে অামতলী, চাকঢালা বাজার, চাকঢালা বিওপি, নাইক্ষ্যংছড়ি স্বাস্হ্য কমপ্লেক্স ও সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় টহল দেন এবং সচেতনতা মূলক বক্তব্য রাখেন ইউএনও সাদিয়া অাফরিন কচি ও মেজর মোয়াজ্জেম।এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী আজ সকাল থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরসহ গ্রামাঞ্চলের দোকানপাট বন্ধ ও বাজারে লোক সমাগম কমে গেছে। দুপুরের দিকে সেনা সদস্যরা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন মাঠে আসার পর পরই নাইক্ষ্যংছড়ি সদরের প্রধান সড়ক একেবারে ফাঁকা হয়ে যায়।

ইউএনও সাদিয়া অাফরিন কচি ও মেজর মো: মোয়াজ্জেম হোসেন এপ্রতিবেদক জানান, বিদেশ থেকে ফেরত আসা ব্যক্তির অবস্থান নির্ণয় ও তাদের নিজ নিজ অবস্থানে কোয়ারেন্টিন নিশ্চিত করা এবং সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থার জন্য স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী মুল লক্ষ্য

এছাড়াও কর্মহীন ও শ্রমজীবী অাসহায় মানুষকে উপজেলা প্রশাসানের উদ্যেগে ত্রাণ বিতরণ করা হয়েছে।

পাঠকের মতামত: