কক্সবাজার, শনিবার, ১৫ মার্চ ২০২৫

আগামী ঈদ নিজ দেশে করবে রোহিঙ্গারা প্রত্যাশা প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই ঈদে না হোক আগামী ঈদে রোহিঙ্গারা নিজের দেশে ঈদ করতে পারবেন সেই প্রত্যাশা করি। শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গাদের দুঃখ দেখে সমাধান করতে জাতিসংঘ মহাসচিব এসেছেন। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করতে হবে।
তিনি বলেন, আমরা সবাই চাই, প্রতি ঈদের নামাজ শেষে দাদা-দাদী নানা-নানির কবর জিয়ারত করতে চাই৷ কিন্তু এখন পারছেন না৷  তাই আগামী ঈদ নিজ দেশে করার আশা করছি৷ রোহিঙ্গাদের কথা শোনার জন্য মহাসচিব ক্যাম্পে এসেছেন৷ আপনাদের কথা শুনেছেন৷ মিয়ানমারে পৌঁছানোর ব্যবস্থা করবে৷ তিনি আজ এখানে উপস্থিত থাকার কারণে বুঝতে পেরেছেন৷ তিনি আপনাদের জন্য ক্যাম্পে এসেছেন৷
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে লাখো রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্মানে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানসহ দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

পাঠকের মতামত: