কক্সবাজার, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

নাইক্ষ্যংছড়িতে বিনামূল্যে বিজিবির চিকিৎসাসেবা প্রদান

জাহাঙ্গীর আলম কাজল::

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির উদ্যোগে ১৫শ দরিদ্র মানুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

মঙ্গবলার (১০ মার্চ) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটেলিয়ান নাইক্ষ্যংছড়ি ইউনিয়নে চাকডালা বিওপি পাশে ১৩ নং চাকঢালা সরকারী প্রাথামিক বিদ্যালয়ের মাঠে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণের এ আয়োজন করে।

ব্যাটালিয়ানের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মসিউর রহমান লিমন রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ সরবরাহ করেন। বিনামূল্যে চিকিৎসা সেবা উদ্ধোধন করেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির জোন কমান্ডার লে.কর্ণেল আসাদুজ্জামান

বিজিবি কমান্ডার আসাদুজ্জামান জানান, উপজেলার চাকঢলা বিওপির আওতাধীন চেরারকুল, লাম্ভাবিল, হামিদিয়া পাড়া, বড়ছড়া পাড়া, গুনা পাড়া গয়াল মারারঝিরি, ফজুছড়া, নিকুছড়ি এবং আমতলী এলাকার ১৫শ গরীব অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ সরবরাহ করা হয়েছে।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সীমান্তঞ্চলের মানুষদের সহযোগীতায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।

পাঠকের মতামত: