কক্সবাজার, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

উখিয়ায় প্রিজন ভ্যানে হামলা করে সন্ত্রাসী ছিনিয়ে নিল মুন্না গ্রুপ

কক্সবাজারের উখিয়া হাইওয়ে সড়কের টেকনাফগামী একটি কারারক্ষীর গাড়িতে হামলা করে ডাকাত কামাল হোসেনকে ছিনিয়ে নিল সন্ত্রাসী মুন্না বাহিনীর সদস্যরা। এ সময় শহিদুল ইসলাম নামে এক কারারক্ষী আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) বিকাল ৫ টার দিকে কক্সবাজারের উখিয়া হাইওয়ে সড়কের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া ৩ রোহিঙ্গাকে কারারক্ষীদের জিম্মায় টেকনাফ মোচনী এপিবিএন ক্যাম্পে হস্তান্তরে যাওয়ার সময় কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প এলাকা থেকে মাস্টার মুন্না গ্রুপের লোকজন কারারক্ষীর গাড়িতে হামলা করে গাড়িতে থাকা টেকনাফের মোচনী ক্যাম্পের অন্যতম সন্ত্রাসী ডাকাত কামালকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় শহিদুল ইসলাম নামক এক কারারক্ষী ও গাড়ি চালক হামলায় আহত হয়।

আরও জানা গেছে, ডাকাত কামাল ও মুন্না গ্রুপের মধ্যে মাদক লেনদেনের বিরোধীদের জেরে তাকে ছিনিয়ে নেওয়া হতে পারে। এ ঘটনার খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং কারারক্ষীরা অন্য দুইজনকে নিয়ে টেকনাফ মোচনী ক্যাম্পে রওনা করেন।

কুতুপালং ক্যাম্প এলাকায় হাইওয়ে সড়কে কারারক্ষীর গাড়িতে হামলা করে কামাল হোসেন নামে এক রোহিঙ্গা ডাকাতকে ছিনিয়ে নেওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, এ ঘটনায় কক্সবাজার জেলা কারারক্ষীর পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে।

পাঠকের মতামত: