কক্সবাজার, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে সভা

কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে কক্সবাজার পাবলিক লাইব্রেরি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় এসময় নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ ও আহতদের ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

স্মরণ সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মুহাম্মদ সালাহ্ উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান ও ক্যাপ্টেন তাফসির।

সভায় জেলার নিহত চার ও আহত ১২টি পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।

এসময় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সু-চিকিৎসার সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয়।সভায় কক্সবাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: