কক্সবাজার, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

খাগড়াছড়ি বেড়াতে গিয়ে শিশু অপহরণ, ৬দিন পর চকরিয়ায় উদ্ধার

খাগড়াছড়ির দীঘিনালায় মো. রিহাদ নামে দেড় বছর বয়সী এক শিশুকে অপরহণের ছয়দিন পর চকরিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে শিশুটিকে উদ্ধার করা হয়। 

জানা গেছে, ঘটনার দুয়েকদিন আগে শিশুটির বাড়িতে তার এক ফুফু বেড়াতে আসেন। ২১ নভেম্বর কোন এক ফাঁকে শিশুটিকে নিয়ে পালিয়ে যান তিনি। পরে তার অবস্থান শনাক্ত করে শিশুটিকে চকরিয়া থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২১ নভেম্বর দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের জামতলী বাঙালি পাড়ার নিজ বাড়ি থেকে মো. রিহাদ নামে এক শিশুকে কে বা কারা নিয়ে যায়। এ ঘটনায় পরদিন ২২ নভেম্বর শিশুটির পিতা গিয়াস উদ্দিন বাদি হয়ে দীঘিনালা থানায় নিখোঁজ ডায়েরি করেন। এর পর শিশুটি উদ্ধারে অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় শিশু রিহাদকে কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় রাখা হয়েছে বলে নিশ্চিত হয় পুলিশ। মঙ্গলবার সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, অপহরণের ৬ দিন পর চকরিয়া থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বাদির অনাগ্রহের কারণে অপহরণকারীকে গ্রেপ্তার বা বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

তবে স্থানীয়রা জানান, অপহরণকারী আত্মীয় হওয়ায় তার বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নেয়নি শিশুটির পরিবার।

পাঠকের মতামত: