কক্সবাজার, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

মিয়ানমার জান্তার সঙ্গে আলোচনা চায় বিদ্রোহী গোষ্ঠী টিএনএলএ

এক বছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষে বিপর্যস্ত চীনের সীমান্তবর্তী উত্তর মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) যুদ্ধ বন্ধ করতে চায়। এজন্য তাঁরা জান্তা সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায়। তাঁদের বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

গতকাল সোমবার সন্ধ্যায় টিএনএলএ এই ঘোষণা দেয়। তবে ধারণা করা হচ্ছে, চীনের চাপে পড়েই এমন ঘোষণা দিয়েছে টিএনএলএ। চীন দীর্ঘদিন ধরেই মিয়ানমারের সামরিক বাহিনীর (জান্তা) সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যস্থতার চেষ্টা করে মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এর পর থেকেই দেশটির বিদ্রোহী গোষ্ঠী ও জান্তা বাহিনীর মধ্যে চলছে সংঘাত। গত তিন বছরে গৃহযুদ্ধ মারাত্মক প্রভাব ফেলেছে দেশটির অর্থনীতি ও সমাজব্যবস্থায়। সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন শান্তিপূর্ণভাবে শুরু হলেও ধীরে ধীরে সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়।

টিএনএলএর একটি বিবৃতিতে জানানো হয়েছে, তারা উত্তরের শান প্রদেশে বিমান হামলা বন্ধ করতে জান্তার সঙ্গে আলোচনার করতে চায়। মধ্যস্থতাকারী হিসেবে চীনের ভূমিকার প্রশংসাও করেছে তারা।

টিএনএলএর মুখপাত্র লওয়ে ইয়াই ও বলেছেন, ‘জান্তার বিমান হামলা ও অন্যান্য সমস্যায় ভুগছে আমাদের জনগণ। তাই, একটি সমাধান খুঁজে বের করতে হবে।’

গত বছর থেকে টিএনএলএ’র ‘অপারেশন ১০২৭’ জান্তার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এই অভিযানে তারা জান্তার বেশ কয়েকটি শহর ও সামরিক পোস্টের দখল নিয়ে ফেলেছে।

তবে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের অপর দুটি গোষ্ঠী রাখাইন আর্মি ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

পাঠকের মতামত: