কক্সবাজার, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

যাত্রী সংকটে কাল সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ, ১ ডিসেম্বর থেকে চলবে

চলাচলের অনুমতি পাওয়া জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক নুর মোহাম্মদ বলেন, ‘কাল বৃহস্পতিবার থেকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়াস্থ আইডব্লিউটিএ জেটি ঘাট দিয়ে জাহাজ ছাড়ার অনুমতি ছিল। কিন্তু যাত্রী সংকটের কারণে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ ছাড়া সম্ভব হচ্ছে না।’

কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে কাল বৃহস্পতিবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করার কথা থাকলেও, যাত্রী সংকটের কারণে চলাচল শুরু হচ্ছে না। আজ বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে চলাচলের অনুমতি পাওয়া জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক নুর মোহাম্মদ।

তিনি জানান, আগামী ১ ডিসেম্বর থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে।

নুর মোহাম্মদ বলেন, ‘কাল বৃহস্পতিবার থেকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়াস্থ আইডব্লিউটিএ জেটি ঘাট দিয়ে জাহাজ ছাড়ার অনুমতি ছিল। কিন্তু যাত্রী সংকটের কারণে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ ছাড়া সম্ভব হচ্ছে না।’

তিনি বলেন, ‘কেয়ারি সিন্দাবাদ জাহাজে যাত্রী ধারণক্ষমতা ৩৫০ জন। কিন্তু বুধবার সন্ধ্যা পর্যন্ত সেন্টমার্টিন যেতে ইচ্ছুক যাত্রীর টিকেট বুকিং শতজনেও গড়ায়নি। তাই যাত্রী সংকটের কারণে কাল বৃহস্পতিবার জাহাজটি না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মূলত নভেম্বর মাসে রাত্রিযাপনের নিষেধাজ্ঞার কারণে সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে পর্যটকদের অনীহা বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘যেহেতু ডিসেম্বর মাসে সেন্টমার্টিনে রাত্রিযাপনে নিষেধাজ্ঞা নেই। তাই আগামী ১ ডিসেম্বর থেকে দ্বীপে ভ্রমণেচ্ছুক পর্যটকের সংকট থাকবে না। এ কারণে ডিসেম্বরের শুরু থেকে জাহাজ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে গত ১৯ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ এবং সেন্টমার্টিনগামী জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণে ৬ সদস্যের একটি কমিটি গঠন করে।

কমিটিতে আহ্বায়ক করা হয় কক্সবাজার সদর ও টেকনাফের ইউএনও’কে।

মঙ্গলবার বিকালে কক্সবাজার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কমিটির প্রথম বৈঠক অনুষ্টিত হয়। এতে কমিটির সদস্যরাসহ পর্যটন সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

বৈঠকে উপস্থিত সবাই মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনা মেনে সেন্টমার্টিনগামী জাহাজ ছাড়ার পয়েন্ট হিসেবে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ আইডব্লিউটিএ জেটি ঘাট ব্যবহারে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়েছে। যদিও জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াব তা নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন।

এ নিয়ে কক্সবাজার সদরের ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ আইডব্লিউটিএ জেটিঘাট থেকে সেন্টমার্টিনগামী জাহাজ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কাজের সুবিধার্থে কমিটির সদস্য সংখ্যা আরও ৫ জন বাড়ানো হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক কাল বৃহস্পতিবার থেকে জেলা প্রশাসনের অনুমতি প্রাপ্ত জাহাজ কেয়ারি সিন্দাবাদ সেন্টমার্টিনে পর্যটক নিয়ে চলাচল শুরু করার কথা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘তবে জাহাজ ছাড়ার/এন্ট্রি পয়েন্টে শুধু বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত অ্যাপস থেকে সংগ্রহকৃত ট্রাভেল পাসধারী পর্যটকদের অনুমোদিত জাহাজে ভ্রমন করতে পারবেন। পর্যটক এবং অনুমোদিত জাহাজ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দ্রব্যাদি পণ্য (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত তালিকা অনুযায়ী) পরিবহন না করার বিষয়টি নিশ্চিত করতে হবে।এছাড়া পর্যটকগণ কোন হোটেলে অবস্থান করবেন তাও ট্রাভেল পাসের আবেদনের সময় উল্লেখ করতে হবে।’

ইউএনও বলেন, ‘নভেম্বর মাসে দ্বীপে পর্যটক গেলেও দিনে ফিরে আসতে হবে। রত্রিযাপন করতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপন করা যাবে। পর্যটকের সংখ্যা গড়ে প্রতিদিন ২ হাজারের বেশি হবে না। দ্বীপে রাতে আলো জ্বালানো যাবেনা, শব্দ দূষণ সৃষ্টি করা যাবে না। বার বি কিউ পার্টি করা যাবে না।’

এ ব্যাপারে ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আল আমিন বিশ্বাস তুষার বলেন, ‘মন্ত্রণালয়ের গঠিত কমিটি জাহাজ ছাড়ার যে স্থানটি নির্ধারণ করেছে তাতে ভাটার সময় ডুবোচর জেগে ওঠায় চলাচলে বিঘ্ন ঘটতে পারে। বিগত মৌসুমগুলোতে ওই ঘাট দিয়ে জাহাজ চলাচল করতে গিয়ে ডুবোচরে আটকে যাওয়া পর্যটকদের নানা ভোগান্তি পোহাতে হয়েছে। এমনকি জাহাজটি বাঁকখালী নদীর মোহনায় ডুবোচরে আটকে যাওয়ায় পর্যটকদের পুরো রাত সমুদ্রে ভাসমান অবস্থায় কাটাতে হয়েছে।’

তিনি বলেন, ‘মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতির কারণে নাফ নদী দিয়ে সেন্টমার্টিনগামী নৌযান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি পরিবেশ-প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হওয়ায় মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে টেকনাফে শাহপরীরদ্বীপের গোলারচর পয়েন্ট দিয়ে জাহাজ ছাড়া সম্ভব হচ্ছে না। সার্বিক বিবেচনায় উখিয়া উপজেলার ইনানীস্থ নৌবাহিনীর জেটি ঘাটটিই জাহাজ ছাড়ার সুবিধাজনক ছিল। কিন্তু পরিবেশবাদীদের আপত্তির কারণে প্রশাসনের অনুমতি পাওয়া যাচ্ছে না।’

সেন্টমার্টিনে রাত্রিযাপনে নিষেধাজ্ঞা ও পর্যটক সীমিতকরণের কারণে কক্সবাজারের পর্যটন খাতে বিরূপ প্রভাব পড়বে বলে মন্তব্য করে আল আমিন বিশ্বাস তুষার বলেন, ‘সরকারের এ সিদ্ধান্তে সেন্টমার্টিন দ্বীপবাসী এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িরা নানা ক্ষতির মুখে পড়বেন। ইতোমধ্যে অনেকে বিনিয়োগ করায় আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখিন হবেন তারা।’

অন্তত আগামী দুই বছর পর্যন্ত মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা তুলে নিয়ে পর্যটন শিল্পকে বাঁচানোর দাবি তাদের।

পাঠকের মতামত: