কক্সবাজার, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ভূমিমাইন বিস্ফোরণে শীর্ষে মিয়ানমার

ভূমিমাইন বিস্ফোরণে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটানো দেশ মিয়ানমার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে সংঘাত বৃদ্ধি পায়। ফলে সে সময় থেকে দেশটিতে ভূমিমাইন ব্যবহারের পরিমাণও ব্যাপকভাবে বেড়েছে।

২০২৩ সালে মিয়ানমারে এক হাজারের বেশি মানুষ ভূমিমাইন বিস্ফোরক বস্তু দ্বারা আহত ও নিহত হয়েছে, যা সিরিয়ার চেয়ে বেশি।

এ পরিস্থিতিতে সিরিয়া এবার দ্বিতীয় স্থানে নেমে এসেছে। আর ইউক্রেন ও আফগানিস্তান যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

আন্তর্জাতিক ভূমিমাইন নিষিদ্ধকরণ (আইসিবিএল) কর্তৃক প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, সেনা অভ্যুত্থান-পরবর্তী সংঘাতের কারণে মিয়ানমারে ব্যাপকভাবে ভূমিমাইনের ব্যবহার বেড়েছে। ফলে দেশের প্রতিটি রাজ্য ও অঞ্চলে প্রাণহানি এবং আহতের ঘটনা ঘটছে। এতে ক্ষতিগ্রস্তদের সংখ্যা অনেক বেশি হতে পারে। কারণ দেশের বিভিন্ন অঞ্চলে এর ব্যাপক ব্যবহার চলছে।

গবেষক ড. ইয়েশুয়া মোসারপুংসুয়ান   বলেন, দুর্ঘটনার সংখ্যা এক হাজার ছাড়িয়ে সেটা দ্বিগুণ বা তিন গুণ হতে পারে। বিশ্বব্যাপী ভূমিমাইন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৮৪ শতাংশ মানুষ। এর মধ্যে ৩৭ শতাংশই শিশু।

পাঠকের মতামত: