কক্সবাজার, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার সরকারি কলেজের মনোগ্রামে ‘নৌকা’ সরিয়ে ‘সূর্য-কলম’

কক্সবাজার সরকারি কলেজের মনোগ্রামে পরিবর্তন আনা হয়েছে। মনোগ্রাম থেকে সমুদ্রে ভাসমান ‘নৌকা’ সরিয়ে ‌‘সূর্য’ যুক্ত করা হয়েছে। আগের মনোগ্রামে থাকা বই, খাতা অপরিবর্তিত রেখে বইয়ের ওপর ‘কলম’ যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে একাডেমিক কাউন্সিলরের বৈঠকে কলেজটির নতুন মনোগ্রাম উন্মোচন করা হয়। কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান এ তথ্য জানিয়েছেন।

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগের মনোগ্রামের বেশির ভাগ বিষয় ঠিক রেখে, কিছু বিষয় পরিবর্তন করে নতুন মনোগ্রাম উন্মোচন করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘২০১৮ সাল পর্যন্ত দুইটি জ্বলন্ত মোমবাতি ছিল মনোগ্রামে। তা পরিবর্তন করে নৌকা আনা হয়। পট পরিবর্তনের পর নৌকা সরিয়ে নেওয়া হয়েছে।’

কক্সবাজার সরকারি কলেজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাত থেকে পাওয়া তথ্য মতে নতুন মনোগ্রামের বিবরণ হলো-

১) ২১টি তারা (একুশে ফেব্রুয়রি-মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বোঝায়)

২) কলেজের নাম (কক্সবাজার সরকারি কলেজ)

৩) পবিত্র কোরআনের সূরা বাকারা, আয়াত- ২৫৭ (অর্থ- আঁধার ছেড়ে আলোর দিকে আহ্বান)

৪) বই, খাতা ও কলম (জ্ঞান অন্বেষণের প্রতীক)

৫) উদীয়মান সূর্য (জ্ঞান অন্বেষণের মাধ্যমে আলো ছড়ানো বা জ্ঞানের আলো বিতরণ বোঝায়)।

পাঠকের মতামত: