কক্সবাজার, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘে সহযোগিতা চাওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অন্য অনেক দেশের চেয়ে ভাল অবস্থায় আছে।

দুই দি‌নের ঢাকা সফ‌রে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৬ থেকে ৭ জন উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাবাহিনী প্রধান, বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে নির্বাচন, মানবাধিকার এবং নিরাপত্তা ইস্যু অগ্রাধিকার পা‌বে।

পাঠকের মতামত: