কক্সবাজার, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ইনানী সৈকতে নৌবাহিনীর জেটি দ্বিখণ্ডিত

কক্সবাজারের ইনানী সৈকতে নৌবাহিনীর একটি জেটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালে উখিয়ার ওই জেটি ভেঙে যাওয়ার বিষয়টি নজরে আসে স্থানীয়দের।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানির তোড়ে একটি বার্জের ধাক্কায় জেটিটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। ঢেউয়ের প্রচণ্ডতায় জেটির সাথে বাঁধা একটি ছোট বার্জের ধাক্কা লাগে; এতেই এ দুর্ঘটনা ঘটে।

শেখ হাসিনা সরকারের সময় ২০২০ সালে আন্তর্জাতিক নৌমহড়া অনুষ্ঠানের জন্য জেটিটি নির্মাণ করেছিল বাংলাদেশ নৌবাহিনী। দীর্ঘ সৈকত দ্বিখণ্ডিত করে জেটি নির্মাণ করার বিরুদ্ধে সে সময় আওয়াজ তুলেছিলেন পরিবেশবাদীরা।

এদিকে, গত বছর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক জাহাজ আসা-যাওয়া করছিল ওই জেটি দিয়ে। আগামী ১ নভেম্বর থেকেও জেটি দিয়ে দ্বীপে যাতায়াতের প্রস্তুতি নিচ্ছিল জাহাজ কোম্পানিগুলো।

পাঠকের মতামত: