নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়া উপজেলায় ছাগল-ভেড়ার ভাইরাসজনিত প্রাণঘাতি পিপিআর রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার রাজাপালং, জালিয়াপালং, রত্নাপালং, হলদিয়াপালং ও পালংখালী ইউনিয়নে একযোগে এই কার্যক্রম শুরু হয়।
উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেন জানান, ভাইরাসজনিত ছোঁয়াচে পিপিআর রোগে আক্রান্ত ছাগল-ভেড়া গুরুতর ডায়রিয়া ও নিউমোনিয়ায় মৃতু্যমুখে পতিত হয়। ‘পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প’-এর আওতায় প্রত্যেকটি ছাগল-ভেড়াকে পর্যায়ক্রমে টিকা প্রদানের মাধ্যমে রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরি করা হবে। আজ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলার ৫ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ক্যাম্পেইন ও ইউনিয়নের সকল এলাকায় ভ্যাক্সিন টিম ওয়ার্ডভিত্তিক ক্যাম্পিং-এর মাধ্যমে পিপিআর রোগের ফ্রি ভ্যাক্সিন দেওয়া হবে। তিনি টিকাদান কার্যক্রমে সকল খামারির সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি আরো জানান, টিকাদান কর্মসূচি সফল করার জন্য উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, এ আই টেকনিশিয়ান, স্বেচ্ছসেবীসহ টেকনিশিয়ান দায়িত্ব পালন করছেন। এ কর্মসূচী শুরু হওয়ার পূর্বে টিকাদান কর্মসূচি ক্যাম্প, সময় ও টিকাদানের তারিখ নির্ধারণ করে মাইকিং করা হয়েছে। তাই ছাগল ও ভেড়ার মালিকরা নির্দিষ্ট সময়ের মধ্যে ভ্যাকসিনেশন ক্যাম্পে ছাগল ভেড়াকে টিকা দেওয়া হচ্ছে৷ তিনি টিকাদান কার্যক্রমে সকল খামারির সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ছাগল-ভেড়ার মারাত্মক সংক্রামক রোগ পিপিআর মুক্ত করতে আজ থেকে শুরু হওয়া আগামী ১৮ অক্টোবর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে বিনামূল্যে ৩০ হাজার ছাগল-ভেড়াকে পিপিআর টিকা প্রদান করা হবে৷
পাঠকের মতামত: