নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ১০টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ গাড়ি বহর নিয়ে পৌঁছে বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) একটি ই-ভাউচার আউটলেট পরিদর্শন করেন তিনি।
এ সময় রোহিঙ্গাদের খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম।
পরে রোহিঙ্গা ক্যাম্প-৪ এর এনজিও সংস্থার পরিচালিত একটি হাসপাতালে যান। সেখানে কর্মরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা ফারুক ই আজম।
দুপুর ১২ টার দিকে কুতুপালং ক্যাম্প-৫ এ এনজিও সংস্থার পরিচালিত জুট ব্যাগ প্রোডাকশন সেন্টার পরিদর্শন করেন।
এরপর ক্যাম্প-৫ এর ইনচার্জের কার্যালয়ে এনজিও প্রতিনিধি ও রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা ফারুক ই আজম।
সফরে উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজমের সঙ্গে ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এবং উপসচিব মো. হাসান সরওয়ার।
আরও উপস্থিত ছিলেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত ৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর, ১৪ এপবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।
পাঠকের মতামত: