কক্সবাজার, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮ এপিবিএন পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৫ ব্লক সংলগ্ন পঁচা বাজার নামক স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে উখিয়া থানায় পাঠানো হয়। এপিবিএন পুলিশের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তি হলেন, উখিয়া ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৫ ব্লকের বাসিন্দা জিয়াউর রহমান প্রকাশ জাবের(২৯)।

৮ এপিবিএন পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে উখিয়া থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হবে।

পাঠকের মতামত: