কক্সবাজার, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

মহেশখালী থানার কার্যক্রমে ফিরেছে পুলিশ, ফুল দিয়ে বরণ করলেন শিক্ষার্থীরা

মহেশখালী থানার স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে বাংলাদেশ পুলিশ ও আনসার সদস্যরা।
সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় থানা প্রাঙ্গণে দায়িত্বরত বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ, আনসার সদস্যদের ফুল নিয়ে শুভেচ্ছা জানায় শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ।
এসময় মহেশখালী থানার কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। নৌবাহিনীর সহায়তায় থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তির কথা জানান স্থানীয়রা।
বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় এলাকার থানাসমূহকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সহায়তা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত রয়েছে। তার আগে উপজেলাটিতে নৌবাহিনীর টহল তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরতে দেখা যায়। উল্লেখ্য পুলিশের পাশাপাশি যে কোন উদ্ভুত, বিশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনীও তাদের দায়িত্ব পালন করে যাবেন বলে জানা যায়।

পাঠকের মতামত: