নিজস্ব প্রতিবেদক:
প্রতিদিনের মতো পহেলা জুন স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় অভিরিক্ত বড়ুয়া(১৩)। তবে ছুটি শেষে প্রতিদিনের মতো বাড়ি ফিরে আসেনি অভিরিক্ত। এরপর থেকে একে একে ৫দিন কেটে গেলেও তার কোন খোঁজ মেলেনি। এতে তার বাবা-মা স্বজনরা খুবই চিন্তিত হয়ে পড়েছে। নিখোঁজ অভিরিক্ত বড়ুয়া উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। অভিরিক্ত উখিয়ার উত্তর ঘুমধুম কুতুপালং এলাকার মধু বড়ুয়ার ছেলে।
অভিরিক্ত বড়ুয়ার পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (১ জুন) স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় স্কুল ছাত্র অভিরিক্ত বড়ুয়া। এরপর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে উখিয়া থানায় শনিবার (১জুন) সাধারণ ডায়েরি করেন নিখোঁজ অভিরিক্ত বড়ুয়ার বাবা মধু বড়ুয়া।
অন্যদিকে কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের নেতা রিটন বড়ুয়া বলেন,” নিখোঁজের খরব পেয়ে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। এরপর আমরা জানতে পারি অভিরিক্ত বড়ুয়াসহ ২জন ইনানী সৈকত পয়েন্টে ঝাল মুড়ি কেনার সময় দেখেন বিক্রেতা। ইতিমধ্যে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন নিখোঁজ অভিরিক্ত বড়ুয়াকে খুঁজে পেতে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শামীম হোসেন বলেন, অভিরিক্ত বড়ুয়াকে উদ্ধারে কাজ করছি আমরা। খোঁজ পেলে জানানো হবে।
যোগাযোগ -01826-306023, 01840-631480
পাঠকের মতামত: