কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে ফের যুবক খুন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুবৃত্ত্বরা। শনিবার বিকেলে পালংখালীর ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/৬ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হুজিত উল্লাহ।
নিহত হুজিত উল্লাহ ১৯ নং ক্যাম্পের ফয়জুল করিমের ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসেন জানান, ক্যাম্পে থেকেই হুজিত উল্লাহকে ছয়-সাতজন মুখোশধারী তুলে নিয়ে যায়। এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও তার মাথায় গুলি করে হত্যা করে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ওসি বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এর আগে শুক্রবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী সংগঠন আরসার সদস্যদের হামলায় কাম্পের সাব মাঝি রহিম উল্লাহ নিহত হয়েছে।
নিহত রহিম উল্লাহ ঐ ক্যাম্পের এম২৭ ব্লকের গণি মিয়ার ছেলে এবং সে ব্লকের সাবেক সাব মাঝি। শুক্রবার রাতে দশ থেকে বারো জন আরসা সদস্যের একটি দল রহিম কে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে গলায় কুপিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করা হয়।

পাঠকের মতামত: