কক্সবাজার, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বিচারিক আদালতে সহিংসতা করলে ছাড় নয় : অ্যাটর্নি জেনারেল

বিচারিক আদালতে সহিংসতা করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারিক আদালতে সহিংসতা করলে কোনো ছাড় দেওয়া হবে না। আদালতে মামলার শুনানি কিংবা বিচার ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সেদিকে সর্বোচ্চ নজর দেওয়া হবে।

তিনি বলেন, আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। বিশৃঙ্খলারোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

নাইকো দুর্নীতি প্রসঙ্গে আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, বিএনপি জোট সরকারের সময়ে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে এ চুক্তি করা হয়েছিল।

ছাত্রলীগ নেতাদের থানায় নিয়ে নির্যাতনের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত করছে।

পাঠকের মতামত: