কক্সবাজার, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

রোহিঙ্গারা দেশের আইনশৃঙ্খলার জন্য হুমকি

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা দেশের আইনশৃঙ্খলার জন্য হুমকি। তারা আইনশৃঙ্খলা কোনোভাবেই মানতে চায় না। দেশের আইনে তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব কথা উঠে এসেছে। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, বাংলাদেশের নাগরিক না হওয়ায় প্রচলিত আইনে রোহিঙ্গাদের গ্রেফতার করা যায় না, বিচার করাও কঠিন। বিদেশি সংস্থার কারণেও অনেক সময় পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে যায়।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পাঠকের মতামত: