কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

পুঁজি পাচারের চেয়ে মেধাপাচার বড় সংকট: প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, অর্থ বা পুঁজিপাচারের চেয়ে বড় সংকট হয়ে দাঁড়াচ্ছে মেধাপাচার। যা নিয়ে আলোচনা কম হয়। এটা জ্ঞানভিত্তিক সমাজ ও দেশ গঠনের অন্তরায়।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২২-এর আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স-২০২২ এ জনসংখ্যাবিষয়ক ১৩৮ তথ্য মিলছে। এর মধ্যে এসডিজিবিষয়ক ২৭টি বিষয়ের তথ্য মিলবে। যা সরকারের সঠিক পরিকল্পনা প্রণয়নে ভূমিকা রাখবে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধির হার ও শিশু মৃত্যুহার কমাতে উদ্যোগ নিতে হবে৷

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। ২০২১ খ্রিষ্টাব্দের জরিপ অনুযায়ী, দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৩ বছর। এই হার বেড়ে ২০২২ খ্রিষ্টাব্দে দাঁড়িয়েছে ৭২ দশমিক ৪ বছর।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পুরুষের গড় আয়ু ৭০ দশমিক ৮ বছর। আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ২ বছর। বিবাহবিচ্ছেদ, জন্মহার এবং শিশুমৃত্যুর হার বেড়েছে। দেশের ৪১ দশমিক ৪ শতাংশ শিশুর জন্ম হয় অস্ত্রোপচার করে।

পাঠকের মতামত: