কক্সবাজার, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

তুরস্কে ভূমিকম্পে নিহত ৮

তুরস্কের পূর্বাংশে ইরানের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে হওয়া ভূমিকম্পে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন আহত হয়েছেন। গতকাল রোববার এ ভূমিকম্প হয়।

তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়, ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইরানের উত্তর-পশ্চিমাংশে। তবে তুরস্কের ভ্যান প্রদেশে ভূমিকম্পটি শক্তিশালী আঘাত হানে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলেইমান সোলে এক সংবাদ বিবৃতিতে জানান, এই ভূমিকম্পে কয়েকটি ভবন ধসে পড়েছে এবং ভবনের বাসিন্দার ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছে। তাদের উদ্ধারে কাজ করছে সেনা সদস্যরা।

উল্লেখ্য, তুরস্কে এই বছরের শুরুতে হওয়া আরেকটি ভূমিকম্পে ৪১ জন নিহত হয়। এ ছাড়া আহত হয়েছিল প্রায় ১ হাজার ৬০০ জন।

পাঠকের মতামত: