কক্সবাজার, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে মামলা করেছিল ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস

জালিয়াতির মামলা, দায়মুক্তি পেলেন নেইমার

কোয়ার্টার ফাইনালেই কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে। সেকারণেই বিষন্ন অবস্থায় আছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। সেই দুঃসময়ে পিএসজির এই ফরোয়ার্ডকে সুখর দিল স্পেনের আদালত।

জালিয়াতি ও দুর্নীতির মামলায় আদালত নেইমারকে দায়মুক্তি দিয়েছে।

২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। সেই দলবদল নিয়ে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে মামলা করেছিল ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস।

নেইমারের সঙ্গে এই মামলার বিবাদীপক্ষে ছিলেন তার মা-বাবা, দুই ক্লাব বার্সেলোনা ও সান্তোস এবং ক্লাব দুটির সাবেক তিন সভাপতি।

মামলায় ডিআইএসের অভিযোগ ছিল, ব্রাজিলিয়ান ক্লাবটি থেকে নেইমারের বার্সেলোনায় যোগদানে দলবদলের আসল অঙ্কটা প্রকাশ করা হয়নি। এতে ডিআইএস স্বত্ব অনুযায়ী যে টাকাটা পাওয়ার কথা ছিল, তা পায়নি, কম পেয়েছে।

পিএসজি তারকা নেইমার এ অভিযোগ অস্বীকার করে ২০১৭ সালে স্পেনের উচ্চ আদালতে আপিল করে হেরে যান। তারপর এই বিচারের প্রক্রিয়া শুরু করা হয়েছিল।

পাঠকের মতামত: