কক্সবাজারের পেকুয়ায় ববি আক্তার (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ববি আক্তার ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী আবুল কাশেমের স্ত্রী ও চকরিয়া উপজেলার বদরখালী ইউপির ৩ নম্বর ঘোনার ছৈয়দ মিয়ার মেয়ে। পেকুয়া থানা পুলিশ রাতেই ববি আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
মৃতের বাবা ছৈয়দ মিয়া বলেন, দুই বছর আগে তার মেয়ের সাথে বারবাকিয়া ইউনিয়নেরর ভারুয়াখালী গ্রামে আবুল কাশেম নামে এক মালয়েশিয়া প্রবাসীর বিয়ে হয়। ১৬ মাস আগে স্বামী মালয়েশিয়ায় চলে যায়। বিয়ের পর থেকে বাবার বাড়িতে বেড়াতে যেতে পারেনি আমার মেয়ে। তাকে গৃহবন্দী করে রাখা হয়।
একমাত্র শিশু সন্তানের দিকে তাকিয়ে সংসার করেছে।
তিনি অভিযোগ করে বলেন, শ্বশুর বাড়ির লোকজন মিলে আমার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করছে। আমি মেয়েকে হত্যার বিচার দাবি করছি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।
এদিকে, মৃতের শ্বশুর বাড়ির লোকজন জানায়, ববি আক্তার স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুর রহমান মজুমদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
পাঠকের মতামত: