কক্সবাজার, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

দেখে নিন কোপা আমেরিকার সূচি

করোনা মহামারির শঙ্কার মধ্যেই আগামীকাল রবিবার ব্রাজিলে শুরু হতে যাচ্ছে বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক টুর্নামেন্ট কোপা আমেরিকা। সেখানে চারটি শহরের ৫টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট। তবে কোনো দর্শক প্রবেশ করতে পারবে না স্টেডিয়ামে।

ম্যাচের জন্য নির্ধারিত ভেন্যুগুলো হচ্ছে : রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়াম ও এস্তাদিও নিলসন সান্টোস স্টেডিয়াম, গোয়ানিয়ার এস্তাদিও ওলিম্পিকো স্টেডিয়াম, কুইয়াবার অ্যারেনা প্যান্টানাল স্টেডিয়াম ও ব্রাসিলিয়ার এস্তাদিও ন্যাসিয়োনাল মানে গারিঞ্চা স্টেডিয়াম।

পুর্বের সিদ্ধান্ত মোতাবেক এশিয়ার দুই অতিথি দল অস্ট্রেলিয়া ও কাতারসহ উপমহাদেশের ১২টি দল নিয়েই এবারের টুর্নামেন্টটি আয়োজনের কথা ছিল। কিন্তু ফেব্রুয়ারিতে নতুন সুচি নির্ধারণের কারণে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় অতিথি দল দুটি। ফলে অংশগ্রহণকারী দল সংখ্যা দাঁড়িয়েছে ১০টি। অংশগ্রহণকারী দলের ৫টি করে দল দুই গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এ গ্রুপ : আর্জেন্টিনা, বলিভিয়া, উরুগুয়ে, চিলি ও প্যারাগুয়ে। বি গ্রুপ : ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পেরু।

প্রতিটি গ্রুপের শীর্ষ চারটি দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। নক আউট পদ্ধতির ম্যাচগুলো থেকেই পর্যায়ক্রমে সেমিফাইনাল ও ফাইনালে উন্নীত হবে দলগুলো। আগামী ১৪ জুন বাংলাদেশ সময় রাত ২টায় উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলার মোকাবেলা করবে স্বাগতিক ব্রাজিল। ব্রাসিলিয়ার অনুষ্ঠিত হবে এই উদ্বোধনী ম্যাচ।

১৪ জুন, ২০২১ ম্যাচ ১ : ব্রাজিল বনাম ভেনেজুয়েলা (ব্রাসিলিয়া, রাত ৩টা) ম্যাচ ২ : কলম্বিয়া বনাম ইকুয়েডর (কুইয়াবা, ভোর ৬টা)

১৫ জুন, ২০২১ ম্যাচ ৩ : আর্জেন্টিনা বনাম চিলি (রিও ডি জেনেইরো, রাত ৩টা) ম্যাচ ৪ : প্যারাগুয়ে বনাম বলিভিয়া (গোয়ানিয়া, ভোর ৬টা)

১৮ জুন, ২০২১ ম্যাচ ৫ : কলম্বিয়া বনাম ভেনেজুয়েলা (গোয়ানিয়া, রাত ৩টা) ম্যাচ ৬ : ব্রাজিল বনাম পেরু (রিও ডি জেনেইরো, ভোর ৬টা)

১৯ জুন ২০২১ ম্যাচ ৭ : চিলি বনাম বলিভিয়া (কুইয়াবা, রাত ৩টা) ম্যাচ ৮ : আর্জেন্টিনা বনাম উরুগুয়ে (ব্রাসিলিয়া, ভোর ৬টা)

২১ জুন ২০২১ ম্যাচ ৯ : ভেনেজুয়েলা বনাম ইকুয়েডর (রিও ডি জেনেইরো, রাত ৩টা ) ম্যাচ ১০ : কলম্বিয়া বনাম পেরু (গোয়ানিয়া, ভোর ৬টা)

২২ জুন ২০২১ ম্যাচ ১১ : উরুগুয়ে বনাম চিলি (কুইয়াবা, রাত ৩টা) ম্যাচ ১২ : আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে (ব্রাসিলিয়া, ভোর ৬টা)

২৪ জুন ২০২১ ম্যাচ ১৩ : ইকুয়েডর বনাম পেরু (গোয়ানিয়া, রাত ৩টা) ম্যাচ ১৪ : ব্রাজিল বনাম কলম্বিয়া (রিও ডি জেনেইরো, ভোর ৬টা)

২৫ জুন ২০২১ ম্যাচ ১৫ : বলিভিয়া বনাম উরুগুয়ে (কুইয়াবা, রাত ৩টা) ম্যাচ ১ ৬: চিলি বনাম প্যারাগুয়ে (ব্রাসিলিয়া, ভোর ৬ টা)

২৮ জুন ২০২১ ম্যাচ ১৭ : ইকুয়েডর বনাম ব্রাজিল (গোয়ানিয়া, রাত ৩টা) ম্যাচ ১৮ : ভেনেজুয়েলা বনাম পেরু (ব্রাসিলিয়া, ভোর ৬টা)

২৯ জুন ২০২১ ম্যাচ ১৯ : উরুগুয়ে বনাম প্যারাগুয়ে (রিও ডি জেনেইরো, রাত ৩টা) ম্যাচ ২০ : বলিভিয়া বনাম আর্জেন্টিনা (কুইয়াবা, ভোর ৬টা)

পাঠকের মতামত: