কক্সবাজার, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে বেলাল উদ্দীন (২৩) নামের এক যুবক মারা গেছে। খুটাখালী ইউনিয়নের মেম্বার ছলিম উল্লাহ বজ্রপাতে যুবকের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। বজ্রপাতে মারা যাওয়া যুবক বেলাল ওই ইউনিয়নের মধ্যম মেধাকচ্ছপিয়া এলাকার মকছুদ আহমদের ছেলে।

মৎস্য খামারে মাছ ধরার সময় শনিবার (৫ জুন) ভোর ৫টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের তলিয়াঘোনা নামক স্থানে বজ্রপাতে যুবকের মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার ভোরে তলিয়াঘোনা নিজস্ব খামারে জাল দিয়ে মাছ ধরতে যান বেলাল। এ সময় বৃষ্টির সাথে প্রচুর বজ্রপাত হয়। এসময়ে বেলাল তার মৎস্য খামারে মাছ ধরছিল। মাছ ধরা অবস্থায় বজ্রপাতে বেলাল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাঠকের মতামত: