বাংলার পাশাপাশি হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন। এরপর চাইনিজ গান। এবার অ্যারাবিক গানের টিজার প্রকাশ করলেন হিরো আলম। তবে এবার গানের ভিডিওতে তার বেশভুষা অন্যরকম। আরবি গানের কারণে আরবীয়দের মতো পোশাক পড়েছেন। পাশাপাশি যমুনা নদীর চরকে আরব মরুভূমি হিসেবে গানের ভিডিওতে তুলে ধরেছেন।
একের পর এক এভাবে গান গেয়ে চলেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব নিয়ে আলোচনা-সমালোচনারও কমতি নেই। এসবকে তোয়াক্কা না করেই তিনি এগিয়ে চলেছেন নিজের মতো করে।
‘বাবু খাইছো’ নামের একটি গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। হিন্দি গান গেয়ে বেশ তোপের মুখে পড়েন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার আরবি গানের বিষয়ে হিরো আলম বলেন, ‘রমজান মাস, তাই আরবি ভাষার গান গাওয়ার অনুরোধ করছে ভক্তরা, তাই গাইলাম আর কি।’ শিগগিরই গানটি মুক্তি পাবে বলে জানান তিনি।
মরুভূমিতে গানের বিষয়ে হিরো আলম বলেন, ‘না, এইটা মরুভূমি না। এইটা যমুনা নদীর চর। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার চরে শুটিং করছি। অনেক লম্বা চর, মরুভূমির মতো লাগে। মানুষ তেমন বুঝবে না।’
আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী। স্থানীয়ভাবে মিউজিক ভিডিও করে আলোচিত-সমালোচিত তিনি। সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশের বিভিন্ন টেলিভিশনের টক শোতে কথা বলার সুযোগ পান হিরো আলম।
পাঠকের মতামত: