বঙ্গোপসাগরের কক্সবাজারের সোনাদিয়া উপকূলে ফিশিং ট্রলারডুবির ঘটনায় ১২ মাঝি-মাল্লা উদ্ধার হলেও এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন। রোববার রাত ৯টা পর্যন্ত ভাসমান অবস্থায় নাজিরারটেক ও লাবণী পয়েন্ট থেকে তাদেরকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।
জীবিত উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছে, রোববার সকালে এফবি মনোয়ারা একটি ফিশিং ট্রলার কক্সবাজার শহরের নাজিরারটেক পয়েন্ট হয়ে সাগরে মাছ ধরতে যায়। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সন্ধ্যায় সোনাদিয়া উপকূলে ফিশিং ট্রলারটি হঠাৎ ডুবে যায়। এসময় সাঁতার কেটে টুরিস্ট পুলিশের সহায়তায় ১২ জন মাঝি-মাল্লা উদ্ধার হলেও ৩ জন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজার টুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, নিখোঁজ মাঝি-মাল্লাদের উদ্ধার তৎপরতা চলছে। জীবিত উদ্ধার হওয়া জেলেরা সুস্থ রয়েছে।
পাঠকের মতামত: