কক্সবাজার, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

রামুর ইউএনও ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মতার ব্যক্তিগত অনুদানে হাসপাতালের জেনারেটর

আবুল কাশেম সাগর, রামু::

কক্সবাজারেন রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটর ক্রয়ের জন্য চৈত্র সংক্রান্তিতে প্রাপ্ত নিজের একটি বোনাসের ৩৫ হাজার টাকা প্রদান করলেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। এছাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া দিয়েছেন আরো ২০ হাজার টাকা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া’র হাতে এ অর্থ তুলে দেন ইউএনও প্রণয় চাকমা।

রামু উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া জানিয়েছেন, হাসপাতালের করোনা রোগীদের সেবার জন্য প্রস্তুতকৃত আইসোলেশন ওয়ার্ডে রোগী এবং ডাক্তারদের চিকিৎসা সেবা দিতে গিয়ে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার আশংকা রয়েছে।

বিষয়টি অবহিত হওয়ার পর রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা নিজের চৈত্র সংক্রান্তি বোনাসের একটি অংশের ৩৫ হাজার টাকা জেনােরটর ক্রয়ের জন্য দিয়েছেন। তিনি আরো জানান, ইউএনও মহোদয়ের এমন মহৎ উদ্যোগে সাড়া দিয়ে জেনারেটর ক্রয়ের জন্য তিনি নিজেও শুভ বৌদ্ধ পূর্ণিমার বোনাসের ২০ হাজার টাকা প্রদান করেছেন।

ইউএনও’র ৩৫ হাজার এবং নিজের ২০ হাজার সহ মোট ৫৫ হাজার টাকায় ইতিমধ্যে একটি জেনারেটর ক্রয়ের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত: