করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে ঘরে থাকা কর্মসূচির কারণে অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে কলেজের প্রধান ফটকে কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের সার্বিক ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য গাজী জাফরউল্যা, সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নাছির উদ্দিন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ, সম্পাদক খন্দকার নাঈমুল আজম।
শুকলাল দাশ বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারী আমাদের একযোগে মোকাবেলা করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যত বেশি আমরা সামাজিক দূরত্ব বজায় রাখব, নিয়মিতি হাত ধোয়া থেকে শুরু করে যাবতীয় নিয়ম মেনে চলবো তত শিগগির আমরা পরিত্রাণ পাবো।
এ সময় অসহায় গরিবদের সহায়তায় এগিয়ে আসার জন্য তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
সুভাষ মল্লিক সবুজ বলেন, বিশ্বব্যাপী এ মহামারীর শুরু থেকে আমরা সাধারণ জনগণের পাশে থাকার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা কলেজ ল্যাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেছি।
এ ধারাবাহিকতার অংশ হিসেবে আজ আমরা গরিব অসহায় ৩০০ পরিরারকে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল দিয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। চট্টগ্রাম শহরে যেকোনো অভুক্ত পরিবারের পাশে থাকবে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ইকবাল কায়সার, জামশেদ উদ্দিন, রিয়াজুল ইসলাম শান্ত, অর্ণব দেব, ওয়াহিদুর রহমান সুজন, মোস্তফা তারেক, কবিরুল আজম, মো. আকবর খান, গোবিন্দ দত্ত, মো. হোসাইন চৌধুরী, আবু তোরাব আহমেদ প্রমুখ।
পাঠকের মতামত: