কক্সবাজার, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

”দুর্যোগে মানবিক প্রয়াস” নাইক্ষ্যংছড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি::

উপজেলার পত্যান্ত এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে সবাই ঘরে অবস্থান করার কারণে শ্রমজীবী মানুষের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে দ্বিতীয় দিনে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়নেরবিভিন্ন গ্রামের নিম্নআয়ের শ্রমজীবী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে”দুর্যোগে মানবিক প্রয়াস” নাইক্ষ্যংছড়ি।

সোমবার (১ এপ্রিল) বিকালে এই দুই ইউনিয়নের দুর্গম পাহড়ি বাংগালি পরিবারের মধ্যে ত্রাণ নিয়ে যান এই সংঘঠনের নেত্রী বৃন্দ।

কো- চেয়ারম্যান ক্যানোওয়ান চাক, মহাসচিব তসলিম ইকবাল চৌধুরী, কোষাধ্যক্ষ মো: ইমরান, উপদেষ্ঠা মংহ্লাওয়ে মামা ত্রাণসামগ্রী বিতরণ তদারকি করেন এবং গাড়িতে করে দুর্গম পাহাড়ে এবং গ্রাম থেকে গ্রামে এই ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

নিম্নআয়ের মানুষেরা এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- সবান, চাল, ডাল, আলু, লবণ, তেল ও সাবানসহ নিত্যপণ্য।

“দুর্যোগে মানবিক প্রয়াস”এর নেতৃবৃন্দরা এই প্রতিবেদক বলেন, করোনা পরিস্থিতিতে অব্যাহত থাকবে দরিদ্রদের মধ্যে ত্রাণসামগ্রী দেওয়া এসময়
অব্যাহত থাকবে বলেও জানান,

এ সময় “দুর্যোগে মানবিক প্রয়াস” সংঘঠনের চেয়ারম্যান জানাব অধ্যাপক শফিউল্লাহ বলেন উপজেলার পত্যান্ত এলাকার পাশাপাশি আমরা গ্রামের সাধারণ আসাহায় মানুষ কে সহয়তার আওতায় নিয়ে আসব।

পাঠকের মতামত: