কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

টেকনাফে হোম কোয়ারেন্টাইন নির্দেশ অমান্য করায় প্রবাসীকে জরিমানা

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ::

টেকনাফে করোনা ভাইরাসের ঝুঁকি প্রতিরোধে সজাগ থেকে কঠোর ভুমিকা পালন করে যাচ্ছে সংশ্লিষ্ট প্রশাসনের সদস্যরা। সেই ধারাবাহিকতার সুত্র ধরে হোম কোয়ারেন্টাইন না মানায় সৌদি ফেরত এক ব্যাক্তিকে জরিমানা করা হয়েছে। এসময় আরো ২জনকে সর্তকতা প্রদান করা হয়।

১৯ মার্চ (বুহস্পতিবার) বিকালে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীলের নেতৃত্বে আইন-শৃংখলা বাহিনীর একটি দল বাহারছড়া ইউনিয়নে মারিশবনিয়ার সৌদি ফেরত মৌলভী মোহাম্মদ শফির পুত্র সালামত উল্লাহর বাড়ি গমন করেন এবং হোম কোয়ারেন্টাইন না মানায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পরিবার, সমাজ, দেশ ও জাতির স্বার্থে হোম

কোয়ারেন্টাইন পালনের পরামর্শ প্রদান করেন। এছাড়া দুবাই ফেরত বাহারছড়া মাথাভাঙ্গার কবির আহমদের পুত্র আবু তাহের ও সুলতান আহমদের পুত্র আব্দুল হামিদকে সতর্ক করা হয়েছে। সর্বশেষএই পর্যন্ত টেকনাফে হোম কোয়ারেন্টাইনে ৪জন রয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত: