করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে চট্টগ্রামে আক্রান্ত হওয়ার ভুয়া খবর ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরের কোতোয়ালী থানাধীন এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম কামরুল হাসান রুমি (৩৯)। তিনি পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তার বাড়ি, থাকেন নগরীর হালিশহর জি ব্লকে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (অপারেশনস) মাশকুর রহমান জানান, পেশায় ইন্টেরিয়র ডিজাইনার রুমি গত রোববার বিকেলে তার ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে নগরীর হালিশহর ক্যান্টনমেন্ট ইংলিশ গ্রামার স্কুলের চার শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত বলে প্রচার করে। রুমির প্রচার করা ম্যাসেজটি বিভিন্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের কারণে অনেকে আতঙ্কিতও হয়ে পড়ে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সার্কিট হাউস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পাঠকের মতামত: