আবুল কাশেম সাগর, রামু::
রামু ফতেখাঁরকুল ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য রাবিয়া বশরী রাবুর পিতা ছিদ্দিক অাহমদ ( ১০৫) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি ফতেখাঁরকুল ইউনিয়নের অামলতলীয়া পাড়া গ্রামের হাজী অাবদুল বরীর সন্তান। তিনি ( ১৪ মার্চ) শনিবার রাত ১০টা ৪০মিনিটের সময় লট উখিয়ার ঘোনা মুরা পাড়া গ্রামে ইন্তেকাল করেন।
রবিবার সকাল সাড়ে ১০টায় খেনজুরঘোনা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত: