কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারের টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ চার জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। শুক্রবার (১৩ মার্চ) ভোর রাত ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো,  মেসবাহ উদ্দীন (২৭), মিজানুর রহমান (২৩), ইমান হোসেন (২৫) ও মোস্তফা কামাল।

শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ একটি দল অভিযান চালিয়ে  দক্ষিণ কাঞ্জর পাড়া এলাকা থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ চার ইয়াবা কারবারীকে আটক করে।

অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে গেছে আরও অন্তত ছয় জন ইয়াবা কারবারী। আটক চার জনসহ পলাতক ইয়াবা কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

পাঠকের মতামত: