কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

বালুখালীতে মুক্তিযোদ্ধা নজির আহমদ চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধনী খেলা অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি::

উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী বীর মুক্তিযোদ্ধা নজির অাহম চৌধুরী স্নৃতি প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ উদ্ধোধন করা হয়েছে।এতে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নজির অাহমদ চৌধুরী স্মৃতি ফান্ডশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরুন জননেতা নুরুল অাবছার চৌধুরী।প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হহক চৌধুরী।

উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন আওয়মীলীগ নেতা টুর্নামেন্ট পরিচালানা কমিটির অাহবায়ক মনিরুল হক ও পালংখালী ইউনিয়ন কমিনিউটি পুলিশিং ফোরামে সাধারণ সম্পাদক টুর্নামেন্ট কমিটি সদস্য সচিব আলমগীর চৌধুরী নিসা র পরিচালানা অনুষ্টিত হয়।

এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা বলেছেন, ক্রীড়া বা খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ্য ধারার সমাজ বিনির্মানে সহায়ক ভুমিকা রাখে।বিপথগামী যুব সমাজকে সুপথে আরোহন করতে শেখায়।খেলাধুলা একটি জাতীয় বিষয়। খেলাধুলার মাধ্যমে পরিবার,সমাজ, রাষ্ট্রের জন্য প্রশংসনীয় গৌরব বয়ে আনে। তাই মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আসুন খেলার মাধ্যমে আগামীর প্রজন্মকে গড়ে তুলতে হবে গুরুত্বারোপ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্রগ্রাম আইনজীবী সমিতির সদস্য এড ছমি উদ্দিন,উপজেলা যুবলীগ নেতা মাসুদ অামিন শাকিল,ক্যাফে হায়ওয়ে রেস্তোরা পরিচালক সৈয়দ আলম,যুবনেতা জিয়াউল হক বাপ্পি,টুর্নামেন্ট কমিটির সদস্য নুরুল অাবছার সাজু,হুমায়ন কায়ছার মামুন,রফিকুল ইসলাম অাইমন,জাবেদ হায়াত, জিয়া উদ্দিন অারিফ,আল বেলাল,হুমায়ন কবির মানিক, আলমগীর রিয়াত, আরিফ প্রমুখ

খেলায় ৮টি দল অংশ গ্রহণ করছে। মহিদুল অালমের পরিচালানায় সোহান এন্টারপ্রাইজ বনাম শামিম এন্টারপ্রাইজ পরিচালাক শামিম মধ্যকার খেলা অনুষ্টিত হয়।

পাঠকের মতামত: