কক্সবাজার, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

করোনাভাইরাস : শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত বিকেলে

করোনাভাইরাসে বাংলাদেশে তিনজন আক্রান্তের ঘটনায় ঝুঁকি এড়াতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা, সে বিষয়ে আজ মঙ্গলবার বিকেলে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।

গতকাল সোমবার রাতে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সম্পর্কে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আইইডিসিআরের মতামত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো এখনো পরিস্থিত তৈরি হয়নি।

তবে শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে সচেতনতামূলক  প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

সোমবার বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ১৫৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  শিক্ষামন্ত্রী এসব কথা বলেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

পাঠকের মতামত: