কক্সবাজার, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

জেলাব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

 

কক্সবাজারে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শুরু হয়েছে জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধে জেলাব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন।

আজ সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে মাসব্যাপী এই ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানের
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,এইচপিভি টিকা আগামী প্রজন্মের কিশোরীদের স্বাস্থ্য রক্ষায় সরকারের একটি গুরুত্বপূর্ণ কার্যকরী পদক্ষেপ। এছাড়া অভিভাবকদের এ বিষয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ারও আহবান জানান।
সিভিল সার্জন ডা: আসিফ আহমেদ হাওলাদারের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান,সদর উপেজলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীল,জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাছিরউদ্দীন, ইউনিসেফ-কক্সবাজার প্রধান বিষ্ণু পোখরেল বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
মাসব্যাপী এই ক্যাম্পেইনে জেলার নয়টি উপজেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী
০১ লাখ ৬৮ হাজার ৪১জন
কিশোরীকে রেজিষ্ট্রেশনের মাধ্যমে এক ডোজ করে বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে বলে সভায় জানানো হয়।

পাঠকের মতামত: