কক্সবাজার, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

টি-টোয়েন্টি : টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

একমাত্র টেস্টের সিরিজে ইনিংস ব্যবধানে জয়, এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়েকে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ। এবার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটি আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

এই ম্যাচে জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামসের সঙ্গে টস করতে নেমে জিততে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। তবে টস জিতলেও বাংলাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক।

ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও ফিরে এসেছে মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি না খেললেও এই সিরিজে একাদশে ফিরেছেন মুশফিকুর রহীম। বিয়ের কারণে টেস্ট মিস করেছিলেন। শেষ ওয়ানডেতে দলে ফিরলেও খেলা হয়নি। তবে, টি-টোয়েন্টিতে একাদশে ফিরলেন সৌম্য সরকার।

বাংলাদেশ দল
তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মুশফিকুর রহীম, মাহমদুউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ
তিনাশে কামুনহুকামুয়ে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, শন উইলিয়ামস (অধিনায়ক), ওয়েসলি মাধভিরে, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, তিনোতেন্ডা মুতুমবোদজি, ক্রিস এমপোফু, চার্ল মুম্বা।

পাঠকের মতামত: