কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

টেকনাফে পুলিশের অভিযানে ঘৃর্ন্য মানবপাচারে জড়িত ৫ দালাল আটক

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ::

টেকনাফ থানা পুলিশ সদস্যরা সাঁড়াশি অভিযান পরিচালনা করে ঘৃর্ন্য মানব পাচারে জড়িত ৫ দালালকে আটক করেছে।

৫ মার্চ (বৃহস্পতিবার) ভোর রাতের দিকে (ওসি) প্রদীপ কুমার দাশের নেতৃত্বে টেকনাফ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে টেকনাফ সদর ইউনিয়ন হাবিব ছড়া এলাকার মৃত দুদু মিয়ার পুত্র মোম কাশেম,পল্লান পাড়ার মুস্তাফিজুর রহমানের পুত্র জাহাঙ্গীর আলম(২৫), মহেশখালীয়া পাড়ার নুর মোহাম্মদের পুত্র আব্দুল গফুর (৩৮), হোয়াইক্যং ইউনিয়ন কাঞ্জর পাড়া এলাকার নুরুল হকের পুত্র নুরুল আবসার (২৪), উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মাহমুদুর রহমানের পুত্র সৈয়দ আলম (৪০)কে আটক করতে সক্ষম হয় পুলিশ।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ঘৃর্ন্য মানব পাচারে জড়িত থাকার অপরাধে তাদের আটক করা হয়েছে। আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ শেষ করার পর তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

পাঠকের মতামত: