কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

টেকনাফে নাফনদী কিনারা থেকে তিনদিন আগে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ::

টেকনাফ নাফনদী কিনারা থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

তথ্য সুত্রে জানাযায়, ১লা মার্চ (রবিবার) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন কেরুনতলী নাফনদীর কিনারায় কেওড়া বাগানের মধ্য ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীরা টেকনাফ থানা পুলিশকে খবর দেয়।

এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় অর্ধগলিত লাশটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

এর আগে নাফনদীতে পড়ে থাকা লাশের খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর লাশটির পরিচয় সনাক্ত করে তার স্বজনেরা। সে হ্নীলা ইউনিয়ন ৯নং ওয়ার্ড জাদীমুড়া রোহিঙ্গা শরনার্থী শিবিরের ২৭নং ক্যাম্পে বসবাসরত আজিজুর রহমানের পুত্র সুলতান আহমদ(২৪)।

রোহিঙ্গা যুবকের ভাসমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন (ওসি) প্রদীপ কুমার দাশ জানান নাফনদীতে একটি লাশ ভাসছে উক্ত সংবাদটি পাওয়ার সাথে সাথে পুলিশ একটি দল ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করা হয়েছে এবং মৃতদেহটি ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

পাশাপাশি কি কারনে সে মারা গেছে সঠিক তদন্তের মাধ্যমে তার আসল রহস্য বের করা হবে। এদিকে নিহত রোহিঙ্গা যুবকের পরিবারের কাছ থেকে খবর নিয়ে জানাযায়,গত ২৬ ফেব্রুয়ারি(বুধবার) সকালে একটি ঠেলাজাল নিয়ে সে নাফনদীতে মাছ ধরার ঘর থেকে বের হয়েছিল। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

পাঠকের মতামত: