গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ::
টেকনাফ সীমান্ত প্রহরী বিজিবি সদস্যদের অভিযানে আবারও সাড়ে ৮ কোটি টাকা মুল্যের বৃহৎ এক ইয়াবার চালান উদ্ধার করা হয়েছে।
তথ্য সুত্রে জানাযায়, গোপন সংবাদে জানতে পারে নাফনদীর উপকুল দিয়ে মিয়ানমার থেকে একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করবে সেই গোপন সংবাদের তথ্য অনুযায়ী ২৯ ফেব্রুয়ারি (শনিবার) ভোর রাত ৩ টার দিকে হ্নীলা ইউনিয়নের অন্তর্গত লেদা (বিওপির) বিজিবি সদস্যদের একটি চৌকষ দল নাফনদী সীমান্ত সংলগ্ন ছুরিখাল লবনের মাঠ এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষন পর রাতের অন্ধকারে বস্তা মাথায় কয়েকজন অপরাধী আনাঘোনা চোঁখে পড়ার সাথে সাথে বিজিবি তাদের চ্যালেন্জ করে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। কিন্তু অপরাধীরা মাথার উপর থাকা বস্তা গুলো পেলে দিয়ে রাতের অন্ধকারে বিজিবির চোঁখ ফাঁকি দিয়ে সু-কৌশলে পালিয়ে যায়। এরপর বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশী করে ৮ কোটি,৫৩ লক্ষ,৮৩ হাজার টাকা মুল্যমানের ২ লক্ষ,৮৪ হাজার,৬১০পিচ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
সত্যতা নিশ্চিত করে ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়সল হাসান খাঁন জানান,টেকনাফ উপকুল ব্যবহার করে মাদক কারবারে জড়িত অপরাধীরা এখনো সক্রিয় রয়েছে।
তবে তাদের সেই অপচেষ্টা প্রতিরোধ করার জন্য সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা সদা প্রস্তুত রয়েছে।
পাঠকের মতামত: