কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

টেকনাফ উপকুল থেকে মালয়েশিয়াগামী ৬ রোহিঙ্গা আটক

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ::

টেকনাফ সাগর উপকুল দিয়ে অবৈধ ভাবে মালয়েশিয়া যাওয়ার অপচেষ্টা করার সময় শামলাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা একটি অভিযান পরিচালনা করে ৬ মালয়েশিয়াগামীকে আটক করেছে। এদের মধ্যে ৩জন নারী, ৩জন পুরুষ রয়েছে।

ধৃতরা ৬ জন হচ্ছে, উখিয়া জামতলি ক্যাম্পের সাজেদ বিবি, ইউসুফ,সানজিদা, ইউনুছ ও উখিয়া বালুখালী ক্যাম্পের জাফর আলম, সেতেরা বেগম।

টেকনাফ শামলাপুর বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) ইন্সপেক্টর মোঃ লিয়াকত আলী সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী ২৭ ফেব্রুয়ারী ভোর রাতে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুত নেওয়ার সময় অভিযান পরিচালনা করে ৬ নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃতদের মধ্যে ৩ জন নারী, ৩ জন পুরুষ ছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘৃর্ন্য মানব পাচারে কারা কারা জড়িত সেই সমস্ত অপরাধীদের আইনের আওয়তাই নিয়ে আসতে অভিযান পরিচালনা করা হবে।

পাঠকের মতামত: