কক্সবাজার, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

সিলেটে পৃথক ‘গোলাগুলিতে’ দুইজন নিহত

সিলেটে র‍্যাব ও পুলিশের সাথে পৃথক গোলাগুলির ঘটনায় এক ডাকাত ও একাধিক মামলার এক আসামি নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কে বিশ্বনাথ থানা পুলিশের সাথে গোলাগুলিতে এক ডাকাত নিহত হন। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই মিজান, কনস্টেবল চন্দন গৌর, রাসেল দাস। তবে নিহত ব্যক্তির নাম এখনো জানা যায়নি। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত সর্দার ছিলেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম মুসা বাংলাদেশ জার্নালকে বলেন, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ অভিযানে নামে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পালটা গুলি চালালে এক ডাকাত নিহত হয় এবং ৩ জন পুলিশ আহত হয়।

তবে নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। এমনকি এখান থেকে আর কাউকে আটক করাও যায়নি বলে জানান তিনি।

অন্যদিকে, গোলাপগঞ্জ থানাধিন কদুপুর এলাকায় পৃথক এক অভিযানে র‍্যাবের সাথে ‘গোলাগুলিতে’ একজন নিহত হয়েছেন। এ সময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। নিহত ব্যক্তির নাম আলী হোসেন (৪০)। শুক্রবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

র‍্যাবের দাবি, নিহত ব্যক্তি একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। সে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। এ ঘটনায় র‍্যাবের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলেও র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে।

র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী আলী হোসনকে গ্রেপ্তার করতে অভিযান চালালে সে তার দলবল নিয়ে গুলি ছুঁড়ে। এ সময় র‍্যাব পালটা গুলি চালালে আলী হোসেন নিহত হয়।

পাঠকের মতামত: