কক্সবাজার, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

তেলের বোতলে রোহিঙ্গা ক্যাম্প থেকে পাচার হচ্ছে ইয়াবা

 

সরিষা তেলের বোতল ব্যবহার করে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে রাজধানী ঢাকায় ইয়াবা পাচারের উদ্দেশ্যে অপেক্ষারত মিনি পিকআপ থেকে ৩৯ হাজার পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ ডিবি । জব্দ করা হয় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপ গাড়ি।

মঙ্গলবার (২৪মে) রাত ১১টার দিকে উখিয়া- টেকনাফ মহাসড়কের খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে ইয়াবা’সহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মোহাম্মদ জহির (৩০) চট্টগ্রামের
লোহাগড়া উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জব্দকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২০ লক্ষ টাকা উল্লেখ করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইনচার্জ সাইফুল আলম বলেন, ” কুতুপালং ক্যাম্প হতে বেশ কয়েকটি চেকপোস্ট ফাঁকি দিয়ে আসা ট্রাকের জ্বালানির ট্যাংকের ভেতরে করে ঢাকার উদ্দেশ্যে ইয়াবাগুলো পাচার করা হচ্ছিল। ”

দীর্ঘদিন ধরে মাদক পাচারের সাথে আটককৃত আসামি জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত: