আফগান অনুর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ১৬ রানের জয় পেয়েছে বাংলাদেশি যুবারা।
৫ ম্যাচ সিরিজের ১ম ওয়ানডেতে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলেকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। স্বাগতিকদের করা ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৮ রানে অল আউট হয় সফরকারী আফগানিস্তান।
সিলেটে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগার যুবাদের। দলীয় মাত্র ১২ রানের মধ্যেই মফিজুল ইসলাম আর আরিফুল আউট হলে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর ওপেনার নওরোজ নাবিলের ৪২, আইচ মোল্লা’র ২২ আর অধিনায়ক মেহরাবের ৪৯ রানে ঘুরে দাঁড়ালেও ৩৮ ওভার ৩ বলে ১৫৪ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।
আফগানিস্তানের হয়ে বিলাল সামি ৪ আর শাহিদুল্লাহ হাসানি নিয়েছেন ৩ উইকেটে।
১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালেও অধিনায়ক সুলাইমান সাফির ব্যাটে ভাল জবাবই দিচ্ছিলো সফরকারীরা। অবশ্য টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০২ রানে ৬ উইকেট হারিয়ে আবারো চাপে পরে সফররতরা। শেষ পর্যন্ত ১৩৮ রানে গুটিয়ে যায় আফগান যুবারা।
পাঠকের মতামত: