কক্সবাজার, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

কলাতলীতে জায়গা দখলে নিতে গুলিবর্ষণ, ৩ সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের কলাতলী টিন্ডটি পাহাড় এলাকায় অসহায় ও জলবায়ু উদ্বাস্তু ২০ পরিবারের বসতবাডী উচ্ছেদ করে দখলে নিতে গুলিবর্ষণ করেছে একদল ভুমিদূস্যুচক্র।

দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হামলার এ ঘটনায় বিজয় টিভির কক্সবাজার প্রতিনিধি এম শাহ আলম, ককসবাজার থেকে প্রকাশিত দৈনিক গণসংযোগ পত্রিকার সম্পাদক এম আমান উল্লাহ ও আপনকন্ঠ পত্রিকার সাংবাদিক এম আয়াছ রনি আহত হয়েছেন।

আহতদের সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। আহতরা এবং জলবায়ু উদ্বাস্তু পরিবারের সদস্যরা জানিয়েছেন মগনামা এলাকার বাসিন্দা ও কলাতলী সীসাইন হোটেলের ভাড়াটিয়া মালিক আরিফের নেতৃত্ব এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য যে উক্ত জলবায়ু উদ্বাস্তু পরিবারের জন্য ১ একর জায়গা বন্দোবস্তী প্রদানের জন্য সহকারী কমিশনার ভুমি কে নির্দেশনা দেয়ার একটি রায় আছে মহামান্য হাইকোর্ট এর।এমনটাই জানিয়েছেন তারা। তবে উল্লেখিত জায়গাটি ১ নং খাসখতিয়ানের হলেও ভূমিদস্যু চক্রের হাতে একটি জাল খতিয়ান রয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত: