কক্সবাজার, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার-মহেশখালী ঘাটে অনিয়ম, ২০ হাজার টাকা জরিমানা

ইমাম খাইর :
দৃশ্যমান স্থানে সেবামূল্য প্রদর্শন না করা, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও টাকা আদায় রশিদ না দেয়ায় কক্সবাজার-মহেশখালী ফেরিঘাটের ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন এই দণ্ড প্রদান করেছেন।

এসময় ঘাট ব্যবস্থাপনায় বিআইডব্লিউটিএর সকল আইন মেনে চলতে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন জানান, কক্সবাজার-মহেশখালী ফেরিঘাটে দৃশ্যমান স্থানে সেবামূল্য প্রদর্শন করা হয় নি। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি, টাকা আদায় রশিদ না দেয়ার অভিযোগ ছিল দীর্ঘদিনের। অভিযানে গেলে সাধারণ যাত্রীদের অভিযোগের সত্যতার প্রমাণ মেলে।

তিনি জানান, ঘাটের পরিচালককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

যৌথ অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: